লাঠি খাওয়ালেও খাচ্ছি ,মাংস ভাত খাওয়ালেও খাচ্ছি - দায় পুলিশের : বললেন দিলীপ ঘোষ

17th July 2020 10:22 am কলকাতা
লাঠি খাওয়ালেও খাচ্ছি ,মাংস ভাত খাওয়ালেও খাচ্ছি - দায় পুলিশের  : বললেন দিলীপ ঘোষ


নিজস্ব সংবাদদাতা ( পুরুলিয়া ) : "পুলিশ লাঠি খাওয়ালেও খাচ্ছি , কেস খাওয়ালেও খাচ্ছি , মাংস ভাত খাওয়ালেও খাচ্ছি তার দায় পুলিশের আমাদের নয় " - প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানালেন রাজ‍্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । তিনি আরো বলেন , আমরা রাজনীতি করতেই এসেছি । রাজনীতি করার ঠিকে কি একা মমতা ব‍্যানার্জী নিয়েছেন ? আমরা রাজনীতি করবো না তো কি কীর্তন করবো ? আমরা সব বিষয়ে রাজনীতি করবো দম থাকলে আটকান । গতকাল রাতেই দলীয় কর্মসূচী তে যোগ দিতে পুরুলিয়া এসে পৌঁছান দিলীপ ঘোষ । সকালে সাহেববাঁধ রাস্তা ধরে হাঁটতে শুরু করেন তিনি । সাথে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ‍্যোতির্ময় সিং মাহাতো , জেলা সভাপতি বিদ‍্যাসাগর চক্রবর্তী সহ অনান‍্যরা । রাজ‍্যপাল প্রসঙ্গে মমতা ব‍ন্দ‍্যোপাধ‍্যায়ের মন্তব‍্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন , রাজ‍্যপাল তো সাংবিধানিক প্রধান । তাকে রাস্ট্রপতি নিয়োগ করেছেন । মমতা ব‍্যানার্জী কে যারা নির্বাচিত করেছিলেন তারা এখন চাইছেন উনি কবে পদত‍্যাগ করবেন । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।